প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

মো: সৌরভ হাসান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবপুর উপজেলা আমির ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি পদপ্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান কাওসার আজ অংশগ্রহণ করেন বাঘাব ইউনিয়নের সাবেক ৭ বারের সফল চেয়ারম্যান, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সুশাসনের প্রতীক জনাব আলহাজ্ব মতিউর রহমান সাহেবের জানাজায়।
আজকের জানাজায় ছিল এক হৃদয়বিদারক দৃশ্য — হাজারো মানুষের ঢল, দূর-দূরান্ত থেকে ছুটে আসা সাধারণ মানুষ ও নেতৃবৃন্দ, সবাই একত্রিত হয়েছিলেন এই প্রিয় মানুষটির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে।
তিনি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, নিষ্ঠাবান, ফরহেজগার ও সর্বজন শ্রদ্ধেয় নেতা, যিনি ৩৮ বছর বাঘাবা ইউনিয়নকে সুশাসনের আলোয় রেখেছেন এবং কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।
জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ঈমান ও আমলে পরিপূর্ণ ছিলেন তিনি। ঢাকায় অবস্থান করলেও গ্রামে আসলেই জুমার নামাজে আমাদের মাদ্রাসার মসজিদে উপস্থিত হয়ে সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাইতেন—এ দৃশ্য তাঁর বিনম্রতা ও আল্লাহভীতির জীবন্ত প্রমাণ।
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মতিউর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবার ও অনুসারীদের ধৈর্য দান করুন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।