প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

রিপন হাওলাদার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মরহুম দেলোয়ার সরকারের বাড়ি সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা। খেলাটিতে স্থানীয় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালির ধ্বনি।
খেলাটি পরিচালনা করেছেন মরহুম দেলোয়ার হোসেন সরকারের বড় ছেলে মোঃ মজিবর রহমান, মোঃ হানিফ হাং, হালিম হাং, ফারুক হোসেন হাংও হানিফ গাজি
প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন দলের মধ্যে প্রাণবন্ত লড়াই অনুষ্ঠিত হয়। খেলার মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং জাতীয় খেলাটির ঐতিহ্য ধরে রাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপার উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাগর মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জনাব মোঃ সাইদ মৃধা সহ জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা, এ খেলার চর্চা গ্রামবাংলার ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তোলে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত রাখলে সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় থাকে।”
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে উৎসাহমূলক উপহার প্রদান করা হয়। এলাকাবাসী জানান, এমন আয়োজন নিয়মিতভাবে করলে স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।