প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

সঞ্জয় বাড়ৈ
গতকাল মাদারীপুর জেলার, কালকিনি উপজেলাধীন ভূরঘাটায়, শতবর্ষী ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলা শুরু হয়েছে। প্রতিবছর শ্যামা মায়ের পূজা উপলক্ষে শতবর্ষী এই ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর ০৭ দিন ব্যাপি মেলার আয়োজন করা হলেও, এবছর রাজনৈতিক অবস্থা বিবেচনা করে, ০৩ দিনে অনুমতি দেয়া হয়েছে। মেলাটি কুন্ডুবাড়ী মেলা নামে পরিচিত। মেলায় শত-শত কোটি টাকার বানিজ্য হয়ে থাকে। এটি একটি ঐতিহ্যবাহী আসবাবপত্র মেলাও বটে। এখানে কোটি কোটি টাকার আসবাবপত্র বিক্রি হয়ে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে-আসবাবপএ,প্রসাধনী, খেলনাসামগ্রী,তৈরি পোশাক, জুতা-স্যান্ডেল সহ বিভিন্ন উপকরণ নিয়ে মেলায় উপস্থিত হন। সারাবছর ব্যবসায়ী ও সাধারণ জনগন এই মেলার জন্য প্রতিক্ষা করে থাকে। এই কম দামে পন্য ক্রয়ের জন্য, ক্রেতারা দুরদুরান্ত থেকে উপস্থিত হন। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এই মেলায় উপস্থিত হন। এটি একটি মিলন মেলায় পরিনত হয়।আয়োজক বৃন্দ বলেন,গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখা ও নির্মল বিনোদন লাভের জন্য এই আয়োজন।মেলা পরিচালনার ক্ষেত্রে, প্রসাশন,পৌরসভা ও কমিটির যৌথ তৎপরতা লক্ষ্য করা গেছে। মেলার প্রথম দিনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। মেলা শেষ হবে আগামী ২২ অক্টোবর ২০২৫ খ্রী:
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।