প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে

এম আতিকুর রহমান
আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে দেশের নতুন ‘সিটি করপোরেশন’ হিসেবে ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “উত্তরাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক শহর বগুড়া বহু আগেই সিটি করপোরেশনের যোগ্যতা অর্জন করেছে। সরকারি রাজস্ব আদায়ের সক্ষমতা থেকে শুরু করে আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত প্রস্তুতি—সব সূচকেই বগুড়া অনেক এগিয়ে।”
তিনি আরও বলেন, “যে পৌরসভা পাঁচ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্য। সেখানে বগুড়া পৌরসভা ৪০ কোটি টাকা কর আদায় করছে। তাই বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।”
যুগ্ম সচিব জানান, ডিসেম্বরের মাঝামাঝি বা বিজয় দিবসের আগেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন—বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।