পলাশ হাওলাদার
পটুয়াখালীর গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে উপস্থিতিতে এক যেন অভিস্বরনীয় মিলনমেলায় পরিনত হয়েছে। দিপাবলীকে ঘিরে ভিন্নরুপ উৎসবের আমেজ যেন পুণ্যার্থীদের মাঝে। দূরদূরান্ত থেকে পূঁজারীরা সমাধীতে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ আর পছন্দের খাবার সাঁজিয়ে রেখে স্মরণ করেন প্রয়াতদের। স্মরণানুষ্ঠানে দেশ-বিদেশের স্বজনদের মিলনমেলায় পরিণত হয় দিপাবলী।
গলাচিপা মহাশ্মশানে দিপাবলী উৎসব অনুষ্ঠিত হচ্ছে প্রায় ১০০ বছর ধরে।প্রতিবছর কালিপূঁজার আগেরদিন ভূত চতুর্দ্দশীর পুণ্যার্থীতে হিন্
সোমবার সন্ধ্যার পর মহাশ্মশান পুণ্যার্থীদের পদচা
কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, প্রতিবছরের ন্যায় এবছর গলাচিপায় মহাশ্মশানে দূরদুরান্ত থেকে শত শত পূণ্যার্থী এসেছে প্রিয়জনের সমাধিতে দ্বীপ জ্বালাতে। প্রয়াতদের আত্মার শান্তি কামনায় পছন্দের খাবার সাঁজিয়ে রাখেন প্রিয়জনরা। অনেকে করেন গীতা পাঠ। এবছর দূরদুরন্ত থেকে শত শত মানুষের সমাগম হওয়ায় গলাচিপা দিপাবলী উৎসব পরিণত হয়েছে যেনে এক অভিস্বরনিয় মিলনমেলায়।
কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বর্নিক বলেন, এবছর গলাচিপা কেন্দ্রীয় শ্মশানে দিপাবলী শান্তিপূর্ণ ও উপৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কালিবাড়ী কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।