প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত

মোঃসাইফুল ইসলাম ।।
চট্টগ্রাম উত্তর পতেঙ্গা হাদীপাড়া,রিফাইনারি গেইট ২নং গলি"তে অবস্থিত,১৭ অক্টোবর ২৫ইং দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসা"র বার্ষিক সালানা জলসা ও হিফয সমাপ্ত কারি ছাত্রীদের পাগড়ি প্রধান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়,
রোজ: শুক্রবার বাদে জুহুর হতে, পবিত্র কোরআন ও নাতে রাসুল (সাঃ) এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয় , উক্ত মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,
হাফেজ মোহাম্মদ নেজাম উদ্দিন
পরিচালক, দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসা।
সভাপতি
হাফেজ ক্বারী মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী সুপার, দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসা।
প্রধান অতিথি
জনাব আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস সাহেব
উপদেষ্টা, দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসা।
প্রধান মেহমান
মুনাজারে আহলে সুন্নাত, উস্তাজুল ওলামা, শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব মাওলানা আশেকুর রহমান আল কাদেরী
মুহাদ্দিস, পশ্চিমচাল ইসলামিয়া কামিল এম.এ. মাদ্রাসা।
প্রধান বক্তা
মাওলানা রিয়াদুল ইসলাম আল কাদেরী
খতিব, হাদীপাড়া হাজী আবু শুকুর জামে মসজিদ।
বিশেষ আকর্ষণ
শায়ের হাফেজ মোহাম্মদ পারভেজ রেজা কাদেরী শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
মাহফিল সঞ্চালনায় : মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত,হাফেজ নুরুল আলম
শিক্ষক, দারুল কোরআন একাডেমি হফেজিয়া মাদ্রাসা প্রমূখ
দোয়া ও মুনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলটি সম্পূর্ণ হয় ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।