প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখালেন খুলনা কয়রার ছেলে সালাউদ্দীন আম্মার

আহাদুজ্জামান সোহাগ।।
কয়রার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর ২০২১-২২ সেশনের অনার্সের ছাত্র জুলাই বিপ্লবের সমন্ময়ক আমার সন্তান তুল্য সালাউদ্দীন আম্মার রাকসু নির্বাচনে জি এস ও সিনেট দুটি পদে নির্বাচিত হয়ে পাইকগাছা -কয়রার সম্মান উজ্জল করেছে।আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ এ শিবির প্যানেল ও ছাত্রদলের প্যানেলের বাইরে সম্পূর্ণ নিজ গুনে জিএস প্রার্থী হিসাবে লড়ে চমক সৃষ্টি করে সকলকে পিছনে ফেলে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হয়ে পাইকগাছা -কয়রার মুখ উজ্জল করেছে।নির্বাচনে আম্মার জিএস পদে ১১৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছে ৫৭২৯ ভোট। সিনেট নির্বাচনে সালাউদ্দীন আম্মার ১২৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছে ৯৪৬৭ ভোট।
সালাউদ্দীন আম্মার কয়রা সদরে ১ নং কয়রা গ্রামের ব্যবসায়ী আক্তারুজ্জামান ও শিক্ষিকা রোকেয়া খানমের সন্তান।সে ১নং কয়রা দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও তামিরুলমিল্লাত মাদ্রাসা হতে আলিম পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ এ অনার্সে অধ্যায়নরত রয়েছে। জুলাই বিপ্লবের সময় আম্মার জীবন বাজী রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকলের নিকট ব্যাপক সাড়া জাগিয়ে ছিল। আমরা পাইকগাছা -কয়রার পক্ষ থেকে আম্মারের উজ্জল ভবিষ্যতে কামনা করি। যেন সে পাইকগাছা -কয়রা সহ বাংলাদেশের মূখ উজ্জল করতে পারে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।