প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
মাদক সেবনের এক নিরাপদ স্থান ঘাঘট লেক

গাইবান্ধা জেলার সদর উপজেলার অন্তর্গত ঘাঘট নদীর তীরে অবস্থিত একটি শিশু পার্ক এর পাশ দিয়ে ঘেষে যাওয়া মরা ঘাঘট নদীর দুই কিনারা দিয়ে তৈরি করা হয়েছে কিছু বসার জায়গা যা ঘাঘট লেক নামে পরিচিত যা গাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত।
যেখানে মানুষের হাটাহাটি এবং বাচ্চাদের খেলাধুলার যায়গা সেখানে চলছে মাদকের এক বিরাট খেলা। দিনের বেলায় অত্র স্থানে বসে গাজা সহ বিভিন্ন ধরনের নেশা সেবন করে মাদক করবারীরা । এলাকার লোকজন তাদের এ ধরনের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গেছে।
ওই এলাকায় মাদকের পাশাপাশি বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্ম।
এলাকার লোকজন বলছে, মাদকসেবীদের প্রতিহত করতে গেলে তারা চড়াও হয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন। তারা বলেন, প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করলে ওই এলাকার লোকজন নিরাপদে বসবাস করতে পারবেন এবং তাদের সন্তানরা নিরাপদ থাকবেন।
এলাকাবাসী জানায়, এ বিষয়ে তারা প্রশাসনিক কার্যক্রম দ্রুত পরিচালনা করে এ ধরনের অসামাজিক কার্যকলাপ দ্রুত বন্ধের দাবি করেন
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।