প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যোগদান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সার্বিক তত্ত্বাবধানে না:গঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল বিশাল মিছিল নিয়ে যোগদান করে। এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ সহ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ৷
গত বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।