প্রিন্ট এর তারিখঃ May 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2025 ইং
সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি

১ লা মে ২০২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন,সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগকে সকাল ৯ টার সময় সাতক্ষীরা শহরের পাকাপোল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক নির্মাণ শ্রমিক অংশ গ্রহণ করেন।
এই সময় বক্তব্য রাখেন, জুম্মান আলী সরদারের, সভাপতিত্বে, কেন্দ্র কমিটির সংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা কমিটি জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, কোষাধক্ষ ইকবাল গাজী, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক সহ আরও অনেক।
বক্তারা বলেন, শ্রমিকরা ‘রক্তের বিনিময়ে অর্জিত শ্রমিক দিবসের মর্যাদা রক্ষা করো’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।