প্রিন্ট এর তারিখঃ May 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2025 ইং
নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোরের পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম।
এ সময় নড়াইল সদর নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সুলতান মাহমুদ, মুন্সী আসাদ রহমান, ইমরান হোসেন, আঃ ছাত্তার, মো. নূরুন্নবী সামদানী, তাহের আলী মোল্লা, দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা প্রশাসন এবং ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর যশোর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।