প্রিন্ট এর তারিখঃ May 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2025 ইং
বুদ্ধিপ্রতিবন্ধী পুত্রবধূকে ধর্ষণ, শ্বাশুড়ির মামলা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর শ্বাশুড়ি। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তি আবুল কাশেম (৪০), উপজেলার উত্তর বায়রাউড়া (বালজ নদীরপাড়) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার জবানবন্দি রেকর্ড এবং আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারী বুদ্ধিপ্রতিবন্ধী এবং তার স্বামীও একইভাবে প্রতিবন্ধী। স্বামী বড়বাট্টা বাজারে একটি চায়ের দোকানে কাজ করেন। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্বাশুড়ি তেল কিনতে বাড়ির বাইরে যান এবং ফেরেন রাত ১টার দিকে। বাড়ি ফিরে পুত্রবধূকে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বসতঘরের পাশের টয়লেট সংলগ্ন ফাঁকা জায়গায় টর্চলাইট ফেলতেই এক ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় পালিয়ে যেতে দেখেন। পরে পুত্রবধূকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অভিযুক্ত কাশেম জোরপূর্বক ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে এবং ভয় দেখিয়ে তাকে বাইরে এনে ধর্ষণ করে।
এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।