প্রিন্ট এর তারিখঃ May 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2025 ইং
নড়াইলে হত্যা মামলার আসামিকে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে সাম্প্রতিক হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নং আসামিকে রহস্যজনকভাবে হত্যা এবং প্রতিপক্ষের বাড়ির পেছনে পড়েছিল মো.রফিকুল মোল্যা (৩৬) নামের এক যুবকের লাশ, উদ্ধার করলো পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয় টা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১১ এপ্রিল) শুক্রবার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফতাব মোল্যা ও মিলন মোল্যার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে জড়াই এতে আফতাব মোল্ল্যার গ্রুপের ফরিদ মোল্যা (৫৬) নামের একজন নিহত হয়। পরে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় মিলন মোল্যা পক্ষের রফিকুল মোল্যা এজাহারভুক্ত ১৮ নং আসামি ছিলো, সে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যার পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছন পড়েছিল রফিকুলের পা বাধা মরদেহ। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।