প্রিন্ট এর তারিখঃ May 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2025 ইং
নড়াইলে মাসব্যাপী সাঁতার ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার,ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নবাগত এডহক কমিটির সদস্য সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় ও জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট লিখন রায়,হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ইডি, ক্রীড়া সংস্থার সদস্য মোতাসিম বিল্লাহ, শামিম শিকদার সাবেক ও বর্তমান কমিটির নেত্রীবৃন্দ সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান জানান, মাস ব্যাপী এ কার্যক্রমে উন্নতমানের প্রশিক্ষকদের মাধ্যমে জেলার ৩ টি উপজেলা থেকে ফুটবলে ৪০ জন সাঁতারে ৩০ জন ও অ্যাথলেটিক্স এ ৩০জন কে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি সকলের সহযোগীতা থাকলে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আগামীদিনের তারকা খেলোয়াড় তৈরী হবে।
প্রধাণ অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের এ কার্যক্রমে আমাদের জেলার ক্ষুদে খেলোয়াররা একসময় জেলার সাথে সাথে জাতীয় পর্যায়ে সফলতা ছিনিয়ে আনবে। তিনি সকল প্রশিক্ষনার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলার মাঠে ফিরে এসে এ জাতীয় প্রশিক্ষণে অংশ গ্রহণ করার আহবান জানান। তিনি আরও বলেন সাঁতার শেখা প্রতিটি মানুষের উচিৎ বাচ্চাদের সাঁতার শেখানোর ব্যাপারে অভিবাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।