প্রিন্ট এর তারিখঃ May 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2025 ইং
সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুরে চুরি, ডাকাতি ও মাদক সেবনের বৃদ্ধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামে সম্প্রতি চুরি, ডাকাতি এবং মাদক সেবনের ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে গ্রামে একাধিক মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরি হয়েছে, যার মধ্যে কিছু ঘটনা ঘরের ভিতর থেকে চুরি হচ্ছে;
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা ও সেবনের কারণে অপরাধ প্রবণতা বেড়েছে। মাদক সেবনকারীরা গ্রামে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এলাকাবাসী আশা প্রকাশ করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রামে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।