প্রিন্ট এর তারিখঃ May 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2025 ইং
নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল ও সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল। তিনি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা নবনির্বাচিত কমিটির সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দাতা সদস্য সফুরা বেগম বেলি, প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যুৎসাহী সিকদার জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, কুদরতে এলাহী চপল, অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্না শিকদার, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ রাসেল মোল্লা, শিক্ষক প্রতিনিধি তরিকুল ইসলাম, নাইমা খাতুন উত্তম কুমার বিশ্বাস, আব্দুল হাই ডিগ্রি কলেজের সভাপতি মুন্সি শাহিন উল্লাহ মোহনসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।###
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।