প্রিন্ট এর তারিখঃ May 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2025 ইং
ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারাল সুমনের পরিবার

নেত্রকোণার দুর্গাপুরে ঝড়ে সড়কের পাশের একটি সরকারী গাছ পড়ে একটি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন কৃষক সুমন মিয়া ও তাঁর স্ত্রী-সন্তানরা।
সরেজমিনে রবিবার দুপুরে গিয়ে জানা যায়, দুর্গাপুর সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা কৃষক সুমন মিয়া (৪০) পাঁচ সন্তানের জনক। তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। শ্বশুরের তৈরি করে দেওয়া টিনশেড ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝড়ের সময় রাস্তার পাশে থাকা একটি পুরনো সরকারী গাছ ভেঙে তাঁদের ঘরের ওপর পড়ে। এতে ঘরের চালাসহ ভেতরের আসবাবপত্র সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ঘর ধসে পড়ার সময় কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন সুমন ও তাঁর পরিবারের সদস্যরা।
ভেঙে পড়া ঘরের সামনে দাঁড়িয়ে সুমন মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেড়টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বিকট শব্দে গাছটি ঘরের ওপর পড়ে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁইও নেই। ঘর ঠিক করতে আর্থিক সামর্থ্য নেই। আমি সবার সহযোগিতা কামনা করছি।’
প্রতিবেশী রমজান আলী জানান, ‘সুমন মিয়া দিনমজুরি করে পাঁচ সন্তান নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন। এখন তাঁর পক্ষে নিজ উদ্যোগে ঘর মেরামত করা সম্ভব নয়। আমরা এলাকাবাসী চাই, সরকার থেকে যেন তাঁকে সহযোগিতা করা হয়।’
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ‘বিষয়টি জানা হয়েছে। গাছটি অপসারণসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।’
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।