প্রিন্ট এর তারিখঃ May 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2025 ইং
পলাশের আতঙ্কে রাতের ঘুম হারাম এলাকাবাসির

গাইবান্ধা সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের মো: মনজিল হোসেনের ছেলে শাকিল আহমেদ পলাশ ( ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি) এর চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম এ অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, টাকা না দিলে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের মামলা দিয়ে পুলিশ এ ধরিয়ে দেয়ার ভয় ভীতি দেখায় পলাশ।
ভুক্তভোগী এক লোক জানায়, সে তার মামাতো বোনকে নিয়ে আনুমানিক ১০ ঘটিকার সময় গাইবান্ধা হতে অটো যোগে রুপার বাজার যাওয়ার সময় রূপার বাজার এর পূর্বে বাকি মিয়ার বাড়ির পাশে অটোর গতি রোধ করে পলাশ , পরে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করে পলাশ। একপর্যায়ে তাকে ও তার বোনকে অটো থেকে টেনেহিঁচড়ে নামায়ি ভুক্তভোগীর এনড্রয়েড ফোন কেড়ে নেয় পলাশ ও তার সহযোগীরা এবং ভুক্তভোগীর মামাকে ফোন করে ২০ হাজার টাকা দাবী করে পলাশ ,পরে অটো চালক ও ভুক্তভোগীর আওয়াজে এলাকার লোকজন জড়ো হইলে পলাশ ও তার সহযোগীরা ওই স্থান ত্যাগ করে। সম্মান বাচানোর জন্য ১৬ হাজার টাকা পলাশ কে দেন ভুক্তভোগীর মামা। পরে একপর্যায়ে এনড্রয়েড ফোনটি নিতে গেলে আরো ৭ হাজার টাকা দাবী করে পলাশ।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মামা এবং গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর আরেকটি অভিযোগ দায়ের করেন ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।