প্রিন্ট এর তারিখঃ May 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2025 ইং
কুমিল্লা লালমাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রাম সর্দারসহ গ্রেপ্তার- ২

লালমাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করার অভিযোগে এনামুল হোসেন বাচ্চু (৫৫) নামে একজন গ্রাম সর্দার কে আটক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেফতার জাহাঙ্গীর হোসেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। আর এনামুল হোসেন বাচ্চু উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুধের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়নের পাড়াদৌলতপুর গ্রামের সর্দার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।