কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই সিনেমার মতো উন্নত মানের ভিডিও তৈরি করতে সক্ষম নতুন অ্যাপ উন্মুক্ত করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ক্লিং এআই। ‘ক্লিং ২.০ মাস্টার’ নামের অ্যাপটি কোনো দৃশ্যের বিস্তারিত বিবরণ লিখে দিলেই সে অনুযায়ী উচ্চ রেজল্যুশনের ভিডিও তৈরি করতে পারে। আর তাই উন্মুক্তের পরপরই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অ্যাপটি।
ক্লিং এআইয়ের তথ্যমতে, ক্লিং ২.০ মাস্টার অ্যাপটি ভিডিওতে আবেগময় মুখাবয়ব, বাস্তবধর্মী শরীরী ভাষা এবং অভিনয়সুলভ ভঙ্গিমা তৈরি করতে পারে। এর ফলে কৃত্রিমভাবে তৈরি হলেও ভিডিওর মান হলিউড বা বলিউডের তৈরি সিনেমার মানের সঙ্গে তুলনীয়।
ক্লিং ২.০ মাস্টার অ্যাপটির মাধ্যমে ছবি থেকেও ভিডিও তৈরি করা যায়। এর ফলে সহজেই নির্দিষ্ট ছবি দিয়ে পুরো ভিডিও তৈরি করা সম্ভব। আর তাই অ্যাপটি ভিডিও কনটেন্ট তৈরির পাশাপাশি সিনেমা, বিজ্ঞাপন, শিক্ষা, বিনোদন ও গেমিং খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
অ্যাপটি কাজে লাগিয়ে তৈরি ভিডিও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন অনেকেই। ভিডিও নির্মাতাদের মতে, প্রযুক্তির এমন অগ্রগতি কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে তৈরি ভিডিওর মান, চরিত্রের অভিব্যক্তি ও দৃশ্যায়নের সক্ষমতা দেখে অনেকেই ধারণা করছেন, এটি ভবিষ্যতে সিনেমা তৈরির প্রযুক্তি বদলে দিতে পারে।