ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে কফিনে শোয়ানো প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এমন কয়েকটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ হিসেবে দায়িত্ব পালনের ১২ বছর কাসা সান্তায় অবস্থান করেছিলেন ফ্রান্সিস।
ভ্যাটিকানের প্রকাশিত ছবিতে দেখা যায়, কাঠের একটি উন্মুক্ত কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে। মরদেহে লাল রঙের পোশাক। কফিনেও ছিল লালের আবরণ। এ সময় ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন জোসেফ ফারেলকে ধর্মীয় আচার পালন করতে দেখা যায়।
মঙ্গলবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, আগামী শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত হওয়ার আগপর্যন্ত সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন মানুষেরা।
সোমবার সকালে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ, যাঁকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলে সমাহিত করা হবে না। রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হবেন তিনি।
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন যাঁরা
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নেবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শনিবার ভ্যাটিকানে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
পোপের মৃত্যুর পর শনিবার জাতীয় শোক ঘোষণা করেছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো তাতে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ভ্যাটিকানে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেছিলেন। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই শনিবার ভ্যাটিকানে যাওয়ার কথা জানিয়েছেন। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়াও শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন।