প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
হারাগাছ থানার অভিযানে ব্যাটারিচালিত অটো চুরি মামলায় দুই আসামী গ্রেফতার, দুইটি অটো উদ্ধার

রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় ব্যাটারিচালিত অটো চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার ও চোরাইকৃত দুইটি অটো উদ্ধার করেছে।
গত ১৫ সেপ্টেম্বর রাত অনুমান ১১ টার দিকে সারাই নিউ মুন্সিপাড়া চেংটারী এলাকার লুলু মিয়ার (৬৬) বাড়ির অটো গ্যারেজে চার্জ দেওয়ার জন্য দুইজন স্থানীয় চালক তাদের অটো রাখেন। চালকদের মধ্যে একজন মোঃ আশরাফুল আলম (৫৬), অপরজন মোঃ ইকবাল হোসেন (৩৩)। অটোগুলো যথাক্রমে একটি লাল খয়েরী রঙের স্টার ডয়েডো অটো এবং একটি লাল রঙের অটো মিশুক, প্রতিটির আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা। পরদিন সকালে ঘুম ভেঙে দেখে গ্যারেজ থেকে অটো দুটি চুরি হয়ে গেছে।
ঘটনার প্রেক্ষিতে বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে হারাগাছ থানায় মামলা নং-০৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনিষ সরকার।
পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং ডিসি (ক্রাইম নর্থ) ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার, এসআই আজমত আলী, এএসআই রনজিৎ দাস ও সঙ্গীয় ফোর্স প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামী শুকুর আলী (২৬) ও সেলিম মিয়া (৩৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি লাল খয়েরী রঙের স্টার ডয়েডো অটো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের সঙ্গে নিয়ে পুলিশ পরবর্তীতে তাজহাট থানার পানবাজার খামারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত আরেকটি লাল রঙের অটো মিশুক উদ্ধার করে।
আসামি দুইজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দী প্রদান করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।