গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, বোতলজাত সয়াবিন প্রতিলিটার ১৪ টাকা ও খোলা পাম তেল ১২ টাকা এবং শিল্পে গ্যাসের ৩৩ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিবৃতিতে তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখা।
দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, আমরা মনে করি, যথাযথ বাজার মনিটরিং ও সিন্ডিকেট উৎখাতের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। জনগণের ওপর দামবৃদ্ধি চাপিয়ে দেওয়ার গত ফ্যাসিস্ট সরকারের নীতি পদ্ধতি অব্যাহত থাকতে পারে না।
অবিলম্বে তেল ও শিল্পের গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা ও শিল্প ক্ষেত্রের বিকাশের পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে মনোযোগ দিতে হবে। এর বিপরীত সিদ্ধান্ত জনগণকে ক্ষুব্ধ করবে।