বুধবার (১৬ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়ে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
চিঠিতে বলা হয়, গ্যাস পাওয়ার উপযুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা করা হবে। এ ছাড়া গ্যাস চাওয়া শিল্পপ্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে সংযোগ দেওয়া হবে। এ তালিকা পেট্রোবাংলা ও মন্ত্রণালয়কে অবহিত করবে কোম্পানিগুলো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানির পরিচালনা পর্ষদই।
এর আগে গত রোববার নতুন শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শিল্পে নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ছিল এতদিন ৩১ টাকা ৫০ পয়সা, বেড়ে তা হয়েছে ৪২ টাকা। বিনিয়োগ খরার এ সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সমালোচনামুখর ব্যবসায়ী ও শিল্পপতিরা।
তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতার সৃষ্টি হয়েছে। এতে খেলাধুলা ভুলে বিপথগামী হয়ে পড়েছে দেশের তরুণ সমাজ। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফায় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের বার্তা দিয়েছেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা উচ্চ বিদ্যালয় মাঠে নববর্ষ উপলক্ষ্যে তিন দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহাব আকন্দ বলেন, বিএনপি আন্দোলন, সংগ্রামের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের কাজ করছে। ইতোমধ্যে আরাফাত রহমান কোকো ফুটবল ও জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে দেশব্যাপী ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ শুরু করেছে বিএনপি।
এই বিএনপি নেতা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ ভোটাধিকার চায়। আশা করছি অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করবেন। অন্যথায় ভোটাধিকার আদায়ে দেশের জনগণ কঠোর হতে বাধ্য হবে।
ক্রীড়ানুষ্ঠানে আয়োজন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাহার তালুকদার রিপন, তাঁতীদল নেতা আরিফ, ফয়জুল, বিএনপি নেতা আসলাম উদ্দিন খোকন, জিল্লুর রহমান প্রমুখ।