প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিক নিপীড়ন-হত্যার বিরুদ্ধে বেলাবো প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ রোডে প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন—শিবপুর প্রেসক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, রায়পুরা রিপোর্টার্স ক্লাব সভাপতি মো. তৌফিকুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখা সভাপতি এম এ হালিম, সদস্য এম আর ওয়াসিম, বেলাব স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. ইসলাম উদ্দিন সত্যবাদীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বেলাব প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রমজান আলী জুয়েল, প্রচার সম্পাদক রুমেল আফ্রাদ রুবেল, নির্বাহী সদস্য দুলাল সরকার, মো. বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিগত কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারেনি। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবিও জানানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।