প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্রদল

ইবি এক অসচ্ছল শিক্ষার্থীর স্নাতক ভর্তির সম্পূর্ণ খরচ বহন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
ওই শিক্ষার্থীর নাম সুবর্ণা, যিনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে মেধাতালিকায় ১৬৫তম হয়েছেন। পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হন।জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচরে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘আলোকিত নাগরিক সমাজ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের ভর্তির খরচের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পরে সুবর্ণার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলে তিনি নাছির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করেন। নাছির উদ্দীন ইবি শাখা ছাত্রদলের মাধ্যমে প্রাথমিক ভর্তিতে ৬ হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে ৬ হাজার ৫০০ টাকা প্রদান করেন। এছাড়াও সম্প্রতি আহ্বায়ক ও সদস্য সচিব ৫জন শিক্ষার্থীকে ফরম পূরণ ও ভর্তিতে আর্থিকভাবে সহায়তা করেছেন।
অনুভূতি প্রকাশ করে সুবর্ণা বলেন, আমার বাবা একজন সিকিউরিটি গার্ড। তার পক্ষে একসঙ্গে এত টাকা দিয়ে আমাকে ভর্তি করানো সম্ভব ছিল না। ছাত্রদলের এ মানবিক উদ্যোগ আমার মতো অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা। আমি আশা করি, তাদের এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।