প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা । এ সময় নিষিদ্ধ জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাকের ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আল আমিনের বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নৌবাড়ীয়া সড়ক হয়ে এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে এক ট্রাক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । এছাড়া জাল পরিবহনের অপরাধে আল আমিন নামের যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভার শ্রী প্রদীপ রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে গিয়ে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত বিধিমালা, ১৯৮৫ এর ১২(১এ) ধারায় অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওসি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।