প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মোঃ নূর আমিন রহমান
“জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মানবতার সেবায়” এই স্লোগানকে সামনে রেখে হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে মিলন বাজারের মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম মিঞা। বিশেষ অতিথি ছিলেন মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ মাহাবুল আলম। কর্মসূচির সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যাপক জনাব মোঃ আনিছার রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য জরুরি। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং রক্তের প্রয়োজনে দ্রুত সহায়তা করতে সহায়ক হয়। তারা আরও বলেন, মানবিক কাজে সকলের অংশগ্রহণ সমাজকে আরও এগিয়ে নিতে পারে।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।