আমেরিকার পেনসিলভেনিয়ার বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে ' মুনা কনভেনশন" ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল "ইসলামের মশালবাহকরা বিশ্বব্যাপী ঈমানের দাওয়াত ছড়িয়ে দেওয়া"।
ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে যাঁরা, তাঁরা হলেন ইসলামের মশালবাহকরা। তাঁরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর জাকাতে সীমাবদ্ধ ছিলেন না—তাঁরা ছিলেন ন্যায়, সত্য, ত্যাগ আর মানবতার জীবন্ত প্রতিচ্ছবি। কঠিন বিপদে, অন্ধকারে, কুসংস্কার আর অজ্ঞতার ছায়া ঘনিয়ে এলেও, তাঁরা হাতে তুলে নিয়েছিলেন ইসলামের আলো—তা ছড়িয়ে দিয়েছেন জগতময়।
হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে যে আলোর সূচনা, তা বহন করেছেন সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন, ইমাম, আলেম, দাঈ ও অগণিত মুজাহিদগণ। তাঁরা জীবনের সমস্ত সুখ-সুবিধা ত্যাগ করে আল্লাহর রাস্তায় চলেছেন, দুনিয়ার মোহে নয় বরং আখিরাতের মুক্তির আশায় তাঁরা করেছেন নিরন্তর সংগ্রাম।
এই মশালবাহকরা শুধু জ্ঞান নয়, আদর্শেরও শিক্ষাদাতা। তাঁদের জীবনে ছিল বিনয়, ধৈর্য, সহানুভূতি, শৌর্য ও তাকওয়া। তাঁদের প্রচেষ্টায় ইসলামের আলো পৌঁছেছে মরুভূমি থেকে নগরীতে, জাহেলিয়াত থেকে সভ্যতায়, অন্ধকার থেকে আলোর দিশায়।
আজকের দিনে আমাদের দায়িত্ব—এই মশালবাহকদের আদর্শকে হৃদয়ে ধারণ করা, তাঁদের মতো সততা, সচ্চরিত্র ও সাহসিকতার পরিচয় দিয়ে সমাজে সত্য ও শান্তির বাতিঘর হয়ে ওঠা।
আল্লাহ মুনার এই কনভেনশনের সকল কর্মতৎপরাকে কবুল করুন এবং সংস্লিষ্ট সকল দায়িত্বশীলদের উত্তম জাযা দান করুন, আমিন।