প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

আতাইকুলা আবু বক্কর সিদ্দিক
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে এক রাতে অস্ত্রের মুখে জিম্মি করে চার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। একই সাথে বিচারাধীন অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত দু’জন আসামীকে গ্রেফতার করেছন তারা। এ ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন চারাঞ্চলবাসী।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গতমাসে বাঘার পদ্মার চরাঞ্চলে একরাতে অস্ত্রের মুখে জিম্মি করে চার বাড়িতে ডাকাতির ঘটনা আমাদের ঘুম হারা করেছে। ঘটনার পর থেকে বাঘা থানা পুলিশ বিভিন্ন মাধ্যমে তাদের সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । সর্বশেষ ডাকাতি হওয়া মোবাইল ফোন ট্যাকিং এর মাধ্যমে মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত আসামী মোঃ আমির চাঁন বাদশা ওরফে কালু(৩২) কে শনিবার রাতে কুষ্টিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বাঘা থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম ও জগলু শিকদার বলেন, আমরা গত মাসে এক রাতে চারবাড়িতে ডাকাতির পর থেকে নদী তীরবর্তী প্রায় ছয় কিলো মিটার এলাকা দিয়ে প্রতিদিন গ্রাম পাহারার ব্যবস্থা করেছি। এ জন্য চরঞ্চেলের শতাধিক মানুষ পর্যায় ক্রমে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
উল্লেখ্য বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে গত(১৮ জুলাই) শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে তিনটার মধ্যে কালিদাস খালী এলাকায় একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতরা প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নদী পথে টলার যোগে পালিয়ে যায়। উক্ত ঘটনার চারদিন আগে ঐ এলাকার দুটি বাজারের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় লোকজন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে একজন ডাকাত-সহ অস্ত্র ও মাদক মামলার বিচারাধীন ওয়ারেন্ট ভুক্ত দু’জন আসামীকে রবিবার রাতে আটক করে সোমবার সাকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।