মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চারজন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১০ আগস্ট ২০২৫ ইং) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে এবং একই দিন বিকেলে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় পৃথক অভিযানে চার অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর এলাকার মৃত
আমির উদ্দিনের ছেলে মো ইমরান হোসেন (৩৬), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মো. মোস্তফা মিয়া ওরফে মিলন (৩২), রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রাজবাড়ি এলাকার
সেকেন্দার মিয়ার ছেলে মো. আব্দুল মজিদ (৪৫),
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা এলাকার মৃত আ. মালেকের ছেলে মো. ফরহাদ (৪০)।
ডিবি ও মামলা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার ইমরান হোসেন ও মোস্তফা মিয়া ওরফে মিলন স্বীকার করেন যে, তারা জেলার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আব্দুল মজিদ ও ফরহাদের কাছে বিক্রি করতেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ ও ফরহাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি ব্যাটারি চালিত রিকশা, যন্ত্রাংশ, ৩৬ ইঞ্চি কাটার ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে পেশাদার অটোরিকশা চুরি চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।