প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

খ. মাহফুজুর রহমান
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুর ঘাটের দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত।
সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে।
সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুনর্বাসন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্র অনুযায়ী, নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন এবং স্থানীয় আরেক বিএনপি নেতা কবির সরকারের দলের মধ্যে বালুর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে এই বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে উভয় দলের নেতৃত্বদানকারীরাও ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
আটককৃতরা হলেন: হাসেম আলী (৪৫), আব্দুল মোতালেব (৩২), তোয়াব রহমান (১৮), সাকিব (১৮), আমান আলী উদ্দিন (৫০), নুরুল ইসলাম (৫০), কবির হোসেন (৩৭), মান্নান সরকার (৫০)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।