প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে কারণ দর্শানো নোটিশ

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ
ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিকভাবে লাঞ্চিত, কাউন্সিলরদের ভোট প্রদানে বাঁধা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত নেতারা হলেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক (একাংশের) ও সার্স কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাব, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ লিটন শেখ, সাবেক সদস্য শেখ গোলাম মোস্তফা, সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সদস্য মোঃ ইব্রাহিম তরফদার। দলীয় সাংগঠনিক বিরোধী এহেন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ছয় নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা সেটা আগামী (০২) দুইদিনের মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, গত শনিবার (৯ আগষ্ট) ধলবাড়িয়া ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিল চলছিলো। এসময়ে অত্র ইউনিয়নের গান্ধুলিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে শারীরিকভাবে লাঞ্চিত, কাউন্সিলরদের ভোট প্রদানে বাঁধা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের পাশাপাশি হট্টগোলের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ খবর পেয়ে সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতী ধলবাড়িয়া ইউনিয়নের পৃথক দুটি ওয়ার্ডের কাউন্সিলে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করেণ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।