প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধনে

রবিবার (১২ আগস্ট ) হরিরামপুর উপজেলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা,মানিকগঞ্জ এর উদ্যোগে হরিরামপুর প্রেসক্লাবের এর সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী নাহিদ এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস বলেন- যুগে যুগে সাংবাদিকরা হত্যার,নির্যাতনের শিকার হয়েছেন প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,জঙ্গি সংগঠন,দুর্বৃত্ত ও সন্ত্রাসী দ্বারায়। কিন্তু দেশের বিচার বিভাগ এ সকল সন্ত্রসীদের আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করতে ব্যার্থ।তাই প্রত্যক সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে " সেফটি ফাস্ট" নীতি মেনে চলার আহ্বান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া ও দপ্তর সম্পাদক মোঃ আমজাদ মীর,
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।