দশে আগস্ট সকাল ৯ ঘটিকা থেকে বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্গত মানিকপুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
"ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলার বিভিন্ন প্রান্তে খেলাফত মজলিসের কমিটি গঠন হচ্ছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে বাংলার প্রতিটি জেলা, ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন করার কার্যক্রম চলমানো রয়েছে । সেই ধারাবাহিকতায় আজ দশে আগস্ট সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্গত মানিকপুর ইউনিয়নের খেলাফত মজলিসের কমিটি গঠন করার জন্য কাউন্সিল ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা আব্দুর রহমান জামি । বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সারোয়ার হাসান আলমগীর এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ ।
উক্ত সম্মেলনে বিভিন্ন ব্যক্তিবর্গ আলোচনা এবং দিকনির্দেশনামূলক কথাবার্তা বলার পর মানিক পুর ইউনিয়নের একটি কমিটি গঠন করা হয়। নিম্নে সে কমিটির তালিকা দেওয়া হল: সভাপতি: মাওলানা জামিল হোসাইন। সহ- সভাপতি: মাওলানা আবুবকর সোহাইল, মাওলানা মুফতি একরাম , মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা বাশির প্রমুখ। সাধারণ সম্পাদক: মাওলানা মুফতি আতাউর রহমান । সহ-সাধারণ সম্পাদক: ও মাওলানা সারোয়ার হোসাইন বাহেরচর। সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুফতি আবরারুল হক মুসাবি্বর। সহ - সাংগঠনিক সম্পাদক: মাওলানা সোহাইল , মাওলানা কাউসার মাহমুদ প্রমুখ । বাইতুল মাল সম্পাদক: মাওলানা ইকবাল উলুকান্দি।
সহ- বাইতুল মাল সম্পাদক: মাওলানা আব্দুল হালিম। প্রচার সম্পাদক: মাওলানা মাসুদুর রহমান । সহ- প্রচার সম্পাদক: মুহাম্মদ সাইদুর রহমান মায়রামপুর। প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মদ আল আমিন। সহ - প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা কাউসার আহমাদ বাহেরচর।
উক্ত কাউন্সিল সম্মেলনে বক্তাগণ বক্তব্য দিয়েছেন। বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন এবং নিজের পকেটের টাকা দিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন। এ সংগঠনটি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হিসেবে উল্লেখ করেছেন।
এই দলটি গঠন করা হয়েছে জনকল্যাণ এবং সাধারণ মানুষরা যেন ন্যায় বিচার পায় এবং প্রত্যেকেই তাদের অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে পারে সেদিকে এই সংগঠনের পরিপূর্ণ খেয়াল থাকবে।
বক্তারা আরো বলেন: বাংলাদেশ খেলাফত মজলিস শুধু দুনিয়ার নেজাম মোতাবেক প্রচলিত রাজনৈতিক কোন দল নয় বরং এটি মানুষের অধিকার আদায়ের সচেষ্টা থাকবে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করবে।
সর্বশেষ দোয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।