প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও ১ লক্ষ টাকা জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালত একটি সিগারেট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া একই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ১৫০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ জরিমানা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় রোববার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারগো টোবাকে লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। উক্ত কারখানা কর্তৃপক্ষ চতরবাজার- রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে ২ ইঞ্চি পাইপ সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এ সময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার কর্মকর্তা আবু নাজির মো: আশরাফকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ইতিপূর্বেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল। অন্যদিকে একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।