প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2025 ইং
জীবন দিয়ে হলেও মোংলাকে রক্ষা করবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফজলুল করিম।।
বাগেরহাট -৩ তথা মোংলা রামপালকে কর্তন করার প্রতিবাদে গতকাল ইসির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা পৌর শাখা। প্রতিবাদ মিছিলটি মোংলা উপজেলা চত্বর হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মোংলা পোর্ট পৌরসভার সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।। এ সময় বক্তরা বলেন রামপাল মোংলা আসন কর্তন করা এক গভীর ষড়যন্ত্রের অংশ। মোংলার জনগন সরকারের এই ভুল সিদ্ধান্ত মেনে নিবেনা। জীবন দিয়ে হলেও আমরা মোংলাকে রক্ষা করবো। এসময় নেতা কর্মিরা ইসি ভুয়া স্লোগানে মোংলাকে কাপিয়ে তোলেন।
মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা পৌরশাখার নেতাকর্মী, ও ইসলামী ছাত্র আন্দোলন মোংলা পৌরশাখার নেতাকর্মী রা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।