মোঃ ফখরুল মোস্তফা।।
হাতিয়া উপজেলার ঐতিহাসিক দুটি শিক্ষা প্রতিষ্ঠান আফাজিয়া উচ্চ বিদ্যালয় ও আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শত বছরের আফাজিয়া জামে মসজিদ সহ আফাজিয়া বাজার নদী গর্বে বিলীন হওয়া আশঙ্কা রয়েছে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আফাজিযা উচ্চ বিদ্যালয়টি হাতিয়েতে হাতিয়ার ইতিহাসে দ্বিতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সুপরিচিত। বর্তমানে নদী ভাঙ্গন বিদ্যালয়ের অতি নিকটে চলে আসে। উক্ত দৃশ্য দেখলে সবার মন খারাপ হয়ে যাবে। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়রা দ্রুত নদী শাসনের মাধ্যমে বিদ্যালয়টি রক্ষার দাবি জানিয়েছেন।
বিদ্যালয় দুটি আফাজিয়া বাজারে অবস্থিত। নদী ভাঙ্গার কারণে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী এলাকাবাসী খুব আতঙ্ক মধ্যে রয়েছে।
আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকরাম উদ্দিন বলেন, নদী ভাঙ্গা রোধ না করা যাই, এ বর্ষায় বিদ্যালয়টি স্থানান্তর করতে হতে পারে, যাহা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সীমাহীন দুর্ভাগের সৃষ্টি হবে। প্রধান শিক্ষক আরো জানাই, নতুন ম্যানেজমেন্ট কমিটি বিদ্যালয়ের উন্নয়নের আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রৌশন আক্তার বলেন, নদীর কারণে আমরা সবাই দুশ্চিন্তায় আছি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বিদ্যালয়টি দূরে সরিয়ে নিলে শিক্ষার্থী কমে যাবে। এবং নতুন শিক্ষার্থী ভর্তি করানো কঠিন হবে।
পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী পপি আক্তার জানায়, নদীটি বিদ্যালয় ভবনের কাছে হওয়ায় পাস করতে ওদের ভয় লাগে। স্থানীয়রা জানাই প্রতি বছর বর্ষায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে যায়। এই বছর আরো বেড়ে গিয়েছে।
এই বিষয়ে হাটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তাহারা ষড়যমীনে গিয়ে স্বল্প সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবেন।