জিয়াউল হক।।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর মাধ্যমে মাদক কারবারি বা অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (Push-in) তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। কোনো অনুপ্রবেশকারী বা মাদক পাচারকারীকে ছাড় না দেওয়ার বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে।
বিজিবি ও স্থানীয়দের ভাষ্যমতে, গত রাতের আঁধারে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন পুশইন বা অন্যকিছু করানোর চেষ্টা করছে ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, এসব বিষয়ে বিজিবি তৎপর রয়েছে
এ বিষয়ে বিজিবির একজন কর্মকর্তা বলেন, সীমান্তে প্রতিটি ইঞ্চি নজরদারিতে রাখা হয়েছে। মাদক কিংবা পুশইন—কোনো কিছুই সহ্য করা হবে না।
স্থানীয় সচেতন মহল বিজিবির এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছে, এই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।