আব্দুল্লাহ আল মামুন।।
সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন এক স্বামী। শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ তৃষা আক্তার (৩১) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠ সংগঠক (সিডিএ, দাবি)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকার মৃত আ. সালাম ফকিরের ছেলে।
পুলিশ জানায়, তৃষা আক্তার ও মফিজুল ইসলাম তালার জেঠুয়া পূর্বপাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মফিজুল ধারালো অস্ত্র দিয়ে তৃষা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা হচ্ছে।”