আজিমুল ইসলাম।।
শনিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ২ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। আসুস্থ ছেলেকে দেখতে এসে স্ট্রোকজনিত কারনে নিজেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।মৃত ব্যাক্তির নাম আবদার রহমান (৬৫)।তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়ন এর মাকাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আবদার রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩২) গতকাল শুক্রবার মুখ দিয়ে রক্ত উঠার কারনে যশোর জেনারেল হাসপাতালে মেডিসিন ওয়াডে ভর্তি হন।ছেলেকে দেখতে এসে আবদার রহমান হটাৎ মাথা ঘুরে পড়ে যান।
সাথে থাকা আত্মীয়রা দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা -নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারনেই তার মৃত্যু হয়েছে।
আবদার রহমানের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে তার নিজ গ্রাম মাকাপুরে চলছে শোকের ছায়া।