সাদ্দাম হোসাইন।।
"শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদল সংগঠন শক্তিশালী করতে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড ছাত্র দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১লা আগষ্ট শুক্রবার বিকেলে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা ছাত্র দলের অন্যতম সদস্য রবিন আহমেদ এর সভাপতিত্বে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক এস এম রানা, বেলকুচি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম এইচ মন্ডল, যুগ্ম আহবায়ক মমিন রেজা, বেলকুচি সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক রোমান রিয়াদ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মনিরুল ইসলাম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য ফাহিম হাসান, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম সহ উপজেলা ছাত্রদল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রদল ও ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।