উমোংনু মারমা।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রবল বৃষ্টিতে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের বিজয় পাড়া নামক এলাকায় সড়ক ধসে পড়েছে।
আজ বৃহস্পতিবার ( ২ আগস্ট ২৫ইং) এলাকার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে কচ্ছপতলি-রোয়াংছড়ি উপজেলা সংযোগ সড়ক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়কের তারাছা খালের পাশ থেকে মাটি সরে গেছে। এদিকে মূল সড়কটি বিছিন্ন হওয়া সম্ভাবনা রয়েছে। সড়ক ধসের ফলে স্থানীয়দের ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কটি নদীর পাশ থেকে প্রায় ১০০ ফুট রাস্তার পাশে ধসে পড়ায় মাটি সরে গেলে খুুটির ও বৈদ্যুতিক তার যেকোন সময় মাটিতে পড়ে যেতে পারে। উপজেলা সদরের সাথে ওই এলাকার এক মাত্র যোগাযোগ সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করেন।
গ্রোক্ষ্যং পাড়া ভিতরে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গিয়ে ঝুঁকিতে গ্রামবাসীদের আতঙ্কের ও বিপাকে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।আরো জানা যায়, ৪নং নোয়াপতং ইউনিয়নে কানাইজো পাড়া প্রাথামিক বিদ্যালয় এলাকার সড়ক ভেঙ্গে গেছে, বেংছড়ি সড়কের তারাছা খালের উপর গার্ডার সেতু পাশেসহ উপজেলা বিভিন্ন স্থানে সড়ক ধস হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে সড়ক দিয়ে চলাচলের এলাকার স্থানীয়রা চরম বিপাকে পড়েবে।
স্থানীয় গাড়ি চালক ও কলা ব্যাপারি মোহাম্মদ বলেন, আমি এ রাস্তায় অনেক বছর যাবত ব্যবসার কাজে যাতায়াত করছি। প্রবল বর্ষণে রাস্তায় পাশের মাটি ধসে যাওয়ায় চলাচল বিপজনক হয়ে গেছে। এসড়কে কৃষককের উৎপাদিত কৃষিপণ্য ক্রয় করে গাড়ি লোড অবস্থায় প্রতিনিয়ত যাতায়াত করতাম। এখন দেখা যায় রাস্তা চলাচলের ঝুঁকিতে রয়েছে।
এব্যাপারে সাবেক ইউপি মেম্বার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক ও কৃষিপণ্য ব্যবাসায়ী সাচিংথুই মারমা জানিয়েছে, আমরা প্রতিনিয়ত দিন ও রাত ২৪ঘন্টা যাতায়াত করি। এখন সড়কে পাশে মাটি ধসে পড়ে বৈদ্যুতিক খুটি হেলে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ন হয়ে গেছে। যেকোন সময় অঘটন ঘটে যেতে পারে। রোয়াংছড়ি উপজেলা স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানান তিনি।