মো: মেহেদী হাসান রাজিব।।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগন্জ থানার ৩ নং ওয়ার্ড নিমাইকাশারী বাসিন্দা মো: মাকসুদুল হাসান জনিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্হানীয় এলাকাবাসী।গত ১৫/০৭/২০২৫ ইং তারিখে কিছু দুষ্কৃতকারী মো : মাকসুদুল হাসান জনি কে কুপিয়ে,পায়ের রগ কেটে,চোখ উপড়িয়ে নির্মম ভাবে হত্যা করে একটি পরিত্যক্ত দুতলা বাড়ীর লিফটের হাউজে পানিতে ফেলে রেখে হত্যাকারীরা চলে যায়।তার আত্মীয় স্বজনরা অনেক খুঁজাখুঁজির করে,,৩ দিন পর পাশের বাড়ী থেকে দুর্গন্ধ পায়।তখন এলাকাবাসী এসে ঐ বাড়ীতে লিফটের হাউজে একটি পঁচা গলা একটা লাস দেখতে পেয়ে জনির স্ত্রী তার লাস সনাক্ত করে।ঘটনাস্থলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাস নিয়ে যায়।এলাকাবাসীর দাবী প্রকৃত খুনি এখনো ধরা ছোঁয়ার বাহিরে এবং প্রকৃত খুনিদের শনাক্ত করার জোর দাবীতে এবং খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসি চায়।