মোঃ নুরুল ইসলাম।।
৪দিন আগে নিখোঁজ হওয়ার পর বাড়ীর বাগানের পরিত্যাক্ত পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত লাশের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
শুক্রবার সকালে সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে নিখোঁজ হন।
নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের পিতা। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিমমুজুরী কাজ করতেন।
কবিরের বৃদ্ধ মা রোকেয়া বেগম জানান, আমার বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ইশারা ইংগিতে কথা বলে। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, শুক্রবার সকালে সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন জানা যায়নি, তদন্ত ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।