মোঃ ফখরুল মোস্তফা।।
গাবতলী সুইচ টির সাইভ ভেঙে যাওয়ায মেঘনা নদীর জোয়ারের পানির তোড়ে সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে! আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে, যা তেগাছিয়া বাজারে অবস্থিত।
ধসের কারণে স্থানীয় স্কুল-মাদ্রাসা শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এটি দুই উপজেলার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। এলজিইডি প্রকৌশলী জানিয়েছেন, তিনি বিষয়টি জেনেছেন এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করবেন। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত মেরামত না করলে মূল সেতুও ঝুঁকিতে পড়বে। দ্রুত সমস্যার সমাধানের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।