এসএম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকালে উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর আয়োজনে এবং টিডিএস-এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।সভাটি পরিচালনা করেন স্প্রিট কল প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রত্যন্ত অঞ্চলেও দৃশ্যমান। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা—এসব দুর্যোগ সরাসরি আমাদের কৃষি ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। তাই স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরি ও সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় বিগত ১০ বছরে এলাকা ভিত্তিক জলবায়ু সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং কীভাবে এসব সমস্যার টেকসই সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুল হুদা ও রওশনারা যাঁরা কমিউনিটির অভিজ্ঞতা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের দিকনির্দেশনা দেন।
স্থানীয় অংশগ্রহণকারীরা এই ধরনের সচেতনতা সভাকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত আয়োজনের দাবি জানান। একই দিনে মথেরেশপুর ইউনিয়ন পরিষদে শিশু ও যুবদের সুরক্ষায় ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।