বাঘাইছড়ি প্রতিনিধি।।
‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে ৫ই আগস্টের বিজয় র্যালিকে সফল করতে প্রস্তুতি সভা করেছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলায় বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের স্মারক হিসেবে ৫ আগস্টের বিজয় র্যালিকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। এজন্য দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই র্যালির গুরুত্ব অপরিসীম। তাই ৫ই আগস্ট র্যালিকে ঐতিহাসিক করে তুলতে সবাইকে সম্পৃক্ত হতে হবে।