প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: সিয়াম রানা।।
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন ০৫ নং টুপামারী ইউনিয়নের, বাজার মৌজাস্থ বনবিভাগ গ্রামে অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামীদের বাড়ীর পাশের গলিতে ২/৩ জন লোক মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ আবুল বাশার (৪৪) পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং- সওদাগড় পাড়া, ওয়ার্ড নং-০৫, থানা ও জেলা- নীলফামারীকে আটক করিয়া তাহার দেহ তল্লাশীকালে তার ডান হাতে ০১ টি সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ (এক) গ্রাম ধুসর রংয়ের মাদকদ্রব্য হেরোইন পায় এবং অপর ০২ জন আসামী পালাইয়া যায়। ধৃত আসামীকে পলাতক আসামীদের কথা জিজ্ঞাসা করিলে পলাতক আসামী ২। মোছাঃ নাছরিন আক্তার (২৯) স্বামী- মোঃ সাদ্দাম হোসেন ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩০) পিতা- মৃত জহির উদ্দিন উভয় সাং- বনবিভাগ, বাজার মৌজা, ০৫ নং টুপামারী ইউনিয়ন থানা ও জেলা- নীলফামারীদ্বয়ের নাম প্রকাশ করে এবং আরো জানায় পলাতক ২ ও ৩নং আসামীদ্বয় তাদের শয়ন ঘর হইতে তাহার নিকট উক্ত মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করেছে এবং সে দীর্ঘদিন যাবৎ ২ ও ৩নং পলাতক আসামীদের নিকট হইতে মাদকদ্রব্য হেরোইন ক্রয় করিতেন। অতঃপর পলাতক আসামীদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করিয়া তাহাদের বসতবাড়ীর পূর্ব দুয়ারী নিজ শয়নঘরে বিধি মোতাবেক তল্লাশীকালে তাহাদের ব্যবহৃত বিছানার বালিশের নিচে ০১ (একটি) সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ (দুই) গ্রাম ধূসর রংয়ের মাদকদ্রব্য হেরোইন সহ সর্বমোট ০৩ (তিন) গ্রাম হেরোইন, যাহার মূল্য ১০,০০০×০৩=৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ মোট ৭,০৫০/ টাকা, ০১ টি GDL বাটন মোবাইল যার মডেল নং-G301 এবং ০১ টি benco বাটন মোবাইল যার মডেল নং-E12 উদ্ধার করা হয়। এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য উক্ত ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
১। ধৃত ১নং আসামী মোঃ আবুল বাশার (৪৪) এর নামে নীলফামারী থানায় মোটঃ ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে।
২। পলাতক ২নং আসামী মোছাঃ নাছরিন আক্তার (২৯) এর নামে নীলফামারী থানায় মোটঃ ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে।
৩। পলাতক ৩নং আসামী মোঃ সাদ্দাম হোসেন (৩০) এর নামে নীলফামারী থানায় মোটঃ ০৪ (চার) টি মাদক মামলা রয়েছে।
গৃহিত ব্যবস্থাঃ- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-২৮ তারিখ-২৮/০৭/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/ ৪১ রুজু করা হইয়াছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।