প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
কালিগঞ্জে পশু পালনে উঠান বৈঠক অনুষ্ঠিত, সচেতনতামূলক আলোচনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা

এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে পশু পালনের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর স্কুলে উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।উঠান বৈঠকে সরকারি এ আই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শংকর কুমার দে বলেন,পশু পালন শুধু গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি নয়,পরিবারের আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা গবাদি পশুদের সুস্থ রাখতে পারি।এ বিষয়ে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে এলে একটি স্বাস্থ্যসম্মত ও লাভজনক পশুসম্পদ খাত গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান মুকুল, উপ-সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান।
বৈঠকে স্থানীয় প্রায় ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তারা প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সঠিক প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।স্থানীয় জনগণ এ ধরনের প্রশিক্ষণমূলক উঠান বৈঠক নিয়মিত আয়োজনের দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।